লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিবা নিউজ ডেস্ক বিবা নিউজ ডেস্ক

সারা বিশ্বের প্রতিচ্ছবি

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০
শেয়ার করুনঃ

সুফিয়ান আল হাসান লালমনিরহাট  জেলা প্রতিনিধি।।

লালমনিরহাটের  পাটগ্রাম উপ‌জেলায় পুকুরের পানিতে প‌ড়ে সৈকত সরকার নামে দেড় বছ‌রের এক শিশুর
মৃত্যু হয়েছে।একটি অসাবধানতা কেরে নিল একটি তাজা প্রান।

রোববার উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম সরকারটারী এলাকায় এ দুর্ঘটনা
ঘটে।এলাকায় চলছে শোকের মাতম।

নিহত শিশু সৈকত ওই এলাকার আব্দুল হামিদ সরকারের ছেলে ব‌লে জানা
গে‌ছে।হামিদ বলেন, আমরা অনাকে খুজেও যখন দেখি তাকে পাওয়া যাচ্ছে না, পরে
পুকুর এর দিকে খুঝতে গেলে দেখি আমার বাবার নিথর দেহ ভেসে আছে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশেই একটি পুকুরের ধারে খেলা করছিল সৈকত। খেলার
এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়ীর লোকজন তাকে দেখতে না
পেয়ে অনেক খোজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়।

পরে, তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক শিশু সৈকত
সরকার‌কে মৃত ঘোষনা করেন।

বাউরা ইউনিয়ন প‌রিষদ সদস্য আব্দুল কাদের সরকার  ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।