শিশু তুলছে গ্র্যাজুয়েট মায়ের ছবি, ফেসবুকে লাইকের বন্যা।আবেদ হোসেন, জবি প্রতিনিধি

বিবা নিউজ ডেস্ক বিবা নিউজ ডেস্ক

সারা বিশ্বের প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০
শেয়ার করুনঃ


সমাবর্তন বোর্ডের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন এক গ্র্যাজুয়েট। পড়নে তার লাল শাড়ি, মাথায় সমাবর্তন টুপি ও গায়ে গাউন। অন্যদিকে এক শিশু মোবাইলের ক্যামেরায় তুলছে ওই গ্র্যাজুয়েটের ছবি ।

শনিবার বিকেলে একটি ফেসবুক পেজে ছবিটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা ছিল, ‘‘গ্র্যাজুয়েট মায়ের ছবি তুলছে তার ছেলে! জগন্নাথ বিশ্ববিদ্যালয়!’’

ছবিটি পোস্টের দুই ঘণ্টার মধ্যে লাইক পড়ে ৭৫ হাজার। আর শেয়ার হয় ২১৫ বারের বেশি। অন্যদিকে মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়ে দেন নেটিজেনরা।

ওই নারী ও শিশুর মধ্যে মা-ছেলে সম্পর্ক বলে জানানো হলেও গ্র্যাজুয়েট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ও কত সেশনের শিক্ষার্থী ছিলেন তা জানানো হয়নি। 

ছবিটিকে ২০২০ সালের সেরা ছবি হিসেবে ভূষিত করেছেন কেউ কেউ। অনেকেই নিজের ছেলের সঙ্গে এমন ছবি তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।