সূচকের উত্থানে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১
শেয়ার করুনঃ

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয় দিনের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।

এদিন ৫৬ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৪৮১ পয়েন্টে।  এ ছাড়া ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৩৪৪ পয়েন্ট ও ১৪১২ পয়েন্টে।

এ দিনে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৩২ কোম্পানির এবং কমেছে ১১৮ কোম্পানির।  এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ২৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৬৭ পয়েন্টে।