বিবানিউজ টিমের পক্ষ থেকে”ম্যাথিয়াস” এর ২য় শুভ জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা।

বিবা নিউজ ডেস্ক বিবা নিউজ ডেস্ক

সারা বিশ্বের প্রতিচ্ছবি

প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০
শেয়ার করুনঃ

অষ্ট্রিয়া প্রবাসী জনাব সম্রাট ও তার সহধর্মিণী জনাবা রানী মুশতারির একমাত্র পুত্র সন্তান ম্যথিয়াসের শুভ জন্মদিনে বিবানিউজ টিম এর পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইলো।
❤তোমার প্রতিটা জন্মদিন খুব সুন্দর মুহূর্ত আর স্মৃতি নিয়ে আসে বাবা। তোমার হাসি দেখে আমার প্রাণ জুড়িয়ে যায়। সারাজীবন এভাবেই হেসে-খেলে কাটাও এই প্রার্থনাই করি। সূর্যের মতো তেজি হও,ফুলের মতো নরম, যেখানেই যাও ভালোবাসা পাও এই দোয়া করি। জন্মদিনে অনেক আদর আর অফুরন্ত ভালোবাসা। আজ তোমার জন্মদিনে আমরা তোমাকে দোয়া করি যেন তুমি মানুষের মতো মানুষ হও। শুভ জন্মদিন সোনা।❤